Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ফাহমিদুলকে নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা ■ ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আহত পুলিশ ■ গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা ইসরায়েলের ■ যুদ্ধ বন্ধে প্রায় দুই ঘণ্টা কথা বললেন ট্রাম্প-পুতিন ■ ঈদের আগে সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ ■ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ■ গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে আরও একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক
Published : Tuesday, 18 March, 2025 at 6:56 PM

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সির প্রকাশিত ছবি

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সির প্রকাশিত ছবি

ভুয়া টুর্নামেন্টের কাগজ দেখিয়ে ও ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। 

মঙ্গলবার (১৮ মার্চ)   মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল বলেছে, অবৈধ প্রবেশের চেষ্টা করায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, ১৫ সদস্যের এ দলটি প্রতারণা করতে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়। এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও উপস্থাপন করে। যেটিতে বলা হয়েছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া। এতে বলা আছে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ টুর্নামেন্টটি হবে। তবে ওই সময় কোনো ম্যাচই নেই।

বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই কথিত ক্রিকেটাররা একজন স্পন্সরকে তাদের গ্যারান্টর হিসেবে পাওয়ার চেস্টা করছিল। কিন্তু ওই স্পন্সর জানান, তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না এবং তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।

পরবর্তীতে আরও তদন্ত করা হয়। এরপর স্পষ্ট হয় এই বাংলাদেশিরা আসলে কোনো ক্রিকেটারই নয়। তারা আদতে একটি সিন্ডিকেটের অংশ; যারা ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

এরপর তাদের মালয়েশিয়ায় আর প্রবেশ করতে দেয়া হয়নি। এখন তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বর্ডার কন্ট্রোল জানিয়েছে, যে বা যারা খেলোয়াড় ভিসা নিয়ে সেটির অপব্যবহার করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সূত্র: মালয় মালি

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 5 March, 2025
৩ দশকের রেকর্ডভাঙা দাবানলে পুড়ছে জাপান
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 4 March, 2025
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 7 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up