Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোহিঙ্গাদের কথা শুনলেন জাতিসংঘের মহাসচিব ■ বাংলাদেশ রোহিঙ্গা জনগণের প্রতি অত্যন্ত দানশীল ■ নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা ■ ছুরিকাঘাতে আহত হয়েও হার মানেননি কন্সটেবল মোস্তাক ■ ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা ■ মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক ■ ঢাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল
মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক
Published : Thursday, 13 March, 2025 at 11:39 PM

মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক

মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (৭১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ১০টা ৪৫ মিনিটে চিকিৎসক জানিয়েছেন, তিনি (আরেফিন সিদ্দিক) আর নেই। জানাজার ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, আজিমপুরে বাবা-মায়ের কবরের পাশেই আগামীকাল তাকে দাফন করা হবে।

এর আগে, গত ৬ মার্চ দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিক তাকে বারডেম হাসপাতালে আনা হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন। এরপর ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
এমপিওভুক্ত হচ্ছেন আরও ১ হজার ৪৮৭ শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
Thursday, 13 March, 2025
অবরোধ শেষে ৬ দাবি জানালেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 March, 2025
 শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীর অবস্থান
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 11 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up