Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বাংলাদেশ রোহিঙ্গা জনগণের প্রতি অত্যন্ত দানশীল ■ নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা ■ ছুরিকাঘাতে আহত হয়েও হার মানেননি কন্সটেবল মোস্তাক ■ ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা ■ মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক ■ ঢাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল ■ পুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার
পুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার
Published : Thursday, 13 March, 2025 at 11:08 PM

পুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার

পুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার

সাংবাদিককে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দেখানোর পরদিনই বহিষ্কৃত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজাকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র বিচারিক হাকিম ফারহান সাদিকের আদালতে শাওনকে তোলা হয়। এ সময় আদালত দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। আদালতে শাওনের পক্ষে শুনানি করেন আইনজীবী জসিম মেহেদী, দুলাল মিয়া পাটোয়ারী ও আব্দুর রহিম পরান।

জামিন শুনানি চলাকালে আদালত চত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম মেহেদী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শাওনকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে বুধবার (১২ মার্চ) সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে শাওনকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং তার মুক্তি চেয়ে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এরই মধ্যে শাওনের দুটি মামলা জামিন হওয়ায় এবং জেলা বিএনপির নেতাদের নির্দেশে দুপুরে ওই কর্মসূচি স্থগিত করা হয়।  

জামিনের ব্যাপারে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘সত্য ও ন্যায়ের জয় হয়েছে। দেশের মানুষের ভালোবাসা নিয়ে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের কর্মীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

জামিন পেয়ে শাওন কাবী বলেন, ‘আমি কোনও অন্যায় করিনি। আমি সম্পূর্ণ নির্দোষ। পুলিশ অন্যায়ভাবে আমার ওপর অভিযোগ চাপিয়েছিল। আদালত ন্যায়বিচার করেছেন।’

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
পায়ের রগ কাটা লোকজন এখনও দেশে আছে
পিরোজপুর প্রতিনিধি
Friday, 7 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up