‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ স্লোগানে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলোর একটি জোট। মূলত দেশব্যাপী একের পর এক ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, মাগুরার শিশু হত্যার বিচারসহ বিভিন্ন দাবি জানিয়েছে সংগঠনগুলো।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মশাল মিছিল শুরু হয়। মিছিলটি নীলক্ষেত হয়ে হলপাড়া ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়। মশাল মিছিলের পূর্বে তারা সেই শিশুর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করেন।
‘শিশু হত্যাকারীদের, বিচার করো করতে হবে’, ‘খুন ধর্ষণ হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ’, ‘সেই শিশু মরলো কেন, রাষ্ট্র জবাব চাই’, ‘ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে’, ‘খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে’, ‘খুন ধর্ষণ নিপীড়ন রুখে দাও জনগণ’, ‘হামলা-মামলা-হুলিয়া নিতে হবে তুলিয়া’- ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, আজ শিকার হয়ে আমাদের শিশু বোনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সঙ্গে আমরা কেউ প্রতারণা করব না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়েই আমরা আমাদের আন্দোলন শেষ করব।