Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বাবা–মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক আরেফিন সিদ্দিক ■ চাপ বাড়ছে রাজধানীর ঈদবাজারে, চাঙা বিকিকিনিও ■ খাদ্যসহায়তা কমায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে ■ রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ■ রোহিঙ্গাদের কথা শুনলেন জাতিসংঘের মহাসচিব ■ বাংলাদেশ রোহিঙ্গা জনগণের প্রতি অত্যন্ত দানশীল ■ নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা
লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ
Published : Wednesday, 12 March, 2025 at 5:15 PM

লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ

লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চ

লাকী আক্তার ও অন্যদের গ্রেপ্তারের আগ পর্যন্ত এপ্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের ওপর হামলা করে ‘মব সৃষ্টিকারী’ লাকী আক্তার ও অন্যদের ‘দেশদ্রোহী সেবাদাস’ উল্লেখ করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। 
ই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী।

বুধবার (১২ মার্চ) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় একপাশে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন৷ 

সরেজমিনে দেখা যায়, জুলাই জনতার মানববন্ধন শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন। লাকী আক্তার ও তার সহযোগী যারা পুলিশের ওপর হামলায় জড়িত ছিল তাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানান। 

এ সময় তারা- ‘শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’; ‘শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা’; ‘ল তে লাকী আক্তার, তুই হাসিনা তুই হাসিনা’; ‘বিচার বিচার বিচার চাই, শাহবাগের বিচার চাই’; ‘শাহবাগী/মবতন্ত্র/ সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘দিল্লি না ঢাকা’’ ঢাকা ঢাকা’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন।  

শরীফ উসমান হাদী বলেন, কালকে পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ারগ্যাস বা সাউন্ড গ্রেনেডও মারেনি। কিন্তু পুলিশের ওপর আগে হামলা করা হয়েছে। এই পুলিশরা তো কিছু করেনি, কাউকে ধর্ষণ করেনি। তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের? 

গতকাল শাহবাগীরা গেছে ধর্ষকদের শাস্তির দাবিতে কিন্তু তারা স্লোগান দিয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। তাই পুলিশের ওপর হামলাকারী শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আজকে এখন থেকেই শাহবাগে অবস্থান নিচ্ছি। আমরা এখানেই ইফতার করব। আমরা রাস্তা অবরোধ করব না। কিন্তু এই লাকী আক্তারসহ অন্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না।
 ‌
দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
নিজস্ব প্রতিবেদক
Monday, 10 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up