Published : Tuesday, 11 March, 2025 at 10:22 PM, Update: 12.03.2025 1:03:31 AM
ট্রেনের জিম্মিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা
বেলুচিস্তানে রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে কিছু জঙ্গি। এবার যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা। সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে।
ওই সময় ট্রেনটির ৯টি বগিতে ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিল। হামলার সময় ট্রেনটি বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাচ্ছিল বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সূত্র।
এরপরই নিরাপত্তা বাহিনী পাহাড়ি ওই অঞ্চলটিতে সবধরনের যাতায়াত বন্ধ করে দেয় এবং ট্রেনটিকে ঘিরে ফেলে। জঙ্গিদের সঙ্গে ব্যাপক গোলাগুলি চলছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে জিও টিভি।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডদের সঙ্গে যোগাযোগ করেছে এবং নারী ও শিশুদের মানববর্ম হিসেবে ব্যবহার করছে।
ট্রেনে যেহেতু বেসামরিক মানুষ আছেন তাই খুবই সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া ওই অঞ্চলটি জড়িল পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে অভিযান কষ্টসাধ্য হয়ে পড়েছে বলেও জানিয়েছে একটি সূত্র।