Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা ■ ছুরিকাঘাতে আহত হয়েও হার মানেননি কন্সটেবল মোস্তাক ■ ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা ■ মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক ■ ঢাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল ■ পুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার ■ ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি পুতিন
পাকিস্তানে ট্রেনে বন্দুকধারীদের হামলা, বহু যাত্রী জিম্মি
Published : Tuesday, 11 March, 2025 at 7:23 PM, Update: 11.03.2025 9:29:08 PM

পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রীকে হত্যার ‍হুমকি

পাকিস্তানে জিম্মি ট্রেনের সব যাত্রীকে হত্যার ‍হুমকি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। চলন্ত ট্রেনে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তত ছয়জন নিহত এবং চালকসহ আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এছাড়া শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে বলে প্রাথমিক খবরে জানা যাচ্ছে।

পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) যাত্রীবাহী ট্রেনে হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে ট্রেনটিতে গুলি চালানো হয়।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, হামলার পর তারা ট্রেনের নিয়ন্ত্রণ নেয় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক যাত্রীকে জিম্মি করেছে। 
 
বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, যোদ্ধারা প্রথমে রেললাইন উড়িয়ে দেয় এবং ট্রেন থামাতে বাধ্য করে, এরপর তারা ট্রেনে উঠে পড়ে এবং যাত্রীদের জিম্মি করে।
 
বিবৃতিতে পাক সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি বাহিনী অভিযান শুরু করলে জিম্মিদের হত্যা করা হবে। বিবৃতির ভাষ্য,  যেকোনো সামরিক অভিযান সমান শক্তিতে জবাব দেয়া হবে। এখন পর্যন্ত ছয়জন সামরিক কর্মী নিহত হয়েছেন এবং শত শত যাত্রী বিএলএ হেফাজতে রয়েছেন। বালুচ লিবারেশন আর্মি এই অভিযানের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে।
 
তবে প্রাদেশিক সরকার বা রেলওয়ের কর্মকর্তারা যাত্রী জিম্মি করার বিষয়টি নিশ্চিত করেনি। নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন রেলের একজন কর্মকর্তা।
 
বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় সকল প্রতিষ্ঠানকে সক্রিয় করা হয়েছে। 
 
খনিজ সমৃদ্ধ সম্পদের ওপর দখল প্রতিষ্ঠায় বেলুচিস্তানে বছরে পর বছর ধরে চলা বিদ্রোহের প্রেক্ষিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই অঞ্চলে সরকার, সেনাবাহিনী ও চীনা স্বার্থের ওপর সম্প্রতি ঘন ঘন ভয়াবহ হামলা চালাচ্ছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিএলএ বেলুচিস্তানের স্বাধীনতা চায়। দক্ষিণ এশীয় দেশটির সরকারের সাথে কয়েক দশক ধরে লড়াই করা বেশ কয়েকটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে এটি বৃহত্তম। তারা বলছে, সরকার বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস এবং খনিজ সম্পদকে অন্যায়ভাবে শোষণ করছে।
 
দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up