Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোহিঙ্গাদের কথা শুনলেন জাতিসংঘের মহাসচিব ■ বাংলাদেশ রোহিঙ্গা জনগণের প্রতি অত্যন্ত দানশীল ■ নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা ■ ছুরিকাঘাতে আহত হয়েও হার মানেননি কন্সটেবল মোস্তাক ■ ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা ■ মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক ■ ঢাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা
Published : Tuesday, 11 March, 2025 at 5:35 PM, Update: 11.03.2025 5:42:49 PM

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় সোহেল হোসেন (৩৫) নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল হোসেন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী।

জানা গেছে, গত ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসে মহেশপুর উপজেলা জামায়াতের নারী সদস্যরা সভার আয়োজন করেন। সভা চলার সময় স্থানীয় হায়াত আলীর ছেলে ঝুমুর (৫০), ওমর আলীর ছেলে আল-আমিন (৪০), সোহেল (৩৫), আব্দুল লতিফের ছেলে সাহেব আলী (৫০) ও ফকির মিয়ার ছেলে আশরাফুলের (৩৫) নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। এ সময় হামলাকারীরা জামায়াতের এক নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলেও অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ওই ঘটনায় পরদিন রোববার হাসিনা খাতুন নামে জামায়াতের এক নারী কর্মী বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন। মামলায় আল আমিন, ঝুমুর, সোহেল ও সাহেব আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করা হয়েছে। হাসিনা খাতুন বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নারী জামায়াতের সদস্য ও রুকন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল নামে একজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। গ্রেফতার সোহেল বিএনপির সাধারণ কর্মী। অন্য আসামিরাও বিএনপিকর্মীর। তবে কারো কোনো রাজনৈতিক পদ-পদবি নেই বলে জেনেছি।

দেশসংবাদ/এনএস


আপনার মতামত দিন
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 11 March, 2025
একটি দল ৫ আগস্টের পর চাঁদাবাজি শুরু করেছে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up