Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নির্মম নির্যাতনে আছিয়ার মৃত্যু, তারেক রহমানের নিন্দা ■ ছুরিকাঘাতে আহত হয়েও হার মানেননি কন্সটেবল মোস্তাক ■ ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা ■ মারা গেছেন ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক ■ ঢাবিতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল ■ পুলিশের সঙ্গে তর্ক, গ্রেপ্তারের পরদিন জামিন ছাত্রদল নেতার ■ ইউক্রেনের সঙ্গে অস্থায়ী যুদ্ধ বিরতিতে রাজি পুতিন
নারীদের ওপর নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে শিবির
Published : Saturday, 8 March, 2025 at 11:40 PM

নারীদের ওপর নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে শিবির

নারীদের ওপর নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে শিবির

নারীর অধিকার সংরক্ষণ ও প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসঙ্গে নারীদের ওপর বর্বরতা ও নিপীড়নের নিন্দা ও দোষীদের শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে তারা।

শনিবার (৮ মার্চ)  ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

এতে তারা বলেন,   ‘দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবার ও সমাজ গঠন, জ্ঞান-বিজ্ঞান চর্চা ও জাতীয় সংকট নিরসনে নারীর রয়েছে অসামান্য অবদান। গত জুলাই অভ্যুত্থানেও ছাত্র-জনতার সঙ্গে নারীরাও সম্মুখ সারিতে ছিলেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এ লড়াইয়ে অনেকেই শাহাদাত বরণ করেছেন।’

সম্প্রতি নারীদের ওপর সহিংসতা বাড়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তারা বলেন,  ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি, সাম্প্রতিক সময়ে দেশে নারীদের ওপর নির্যাতন, ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা বেড়েই চলেছে। গতকাল (৭ মার্চ) মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, বিগত ৫ বছরে কমপক্ষে ১১ হাজার ৭৫৮ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের স্বীকার হয়েছে এবং ধর্ষণের স্বীকার হয়েছে অন্তত ৬ হাজার ৩০৫ জন। আমরা নারীদের ওপর চলমান এই বর্বরতা ও নিপীড়নের তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা
ঝিনাইদহ প্রতিনিধি
Tuesday, 11 March, 2025
একটি দল ৫ আগস্টের পর চাঁদাবাজি শুরু করেছে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 8 March, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up