Published : Saturday, 8 March, 2025 at 10:32 PM, Update: 09.03.2025 1:22:03 AM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আইনজীবী ড. হেলাল উদ্দিন বলেছেন, একটি দল ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি ও লুটপাট শুরু করেছে। এদের কর্মকাণ্ডে পরিষ্কার, যে দলই ক্ষমতায় আসুক তারাই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট করবে।
শনিবার (৮ মার্চ) বাংলাদেশ জামায়াত ইসলামী পল্টন থানার শান্তিনগর ইউনিটের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, মানুষের তৈরি মতবাদে বিচার করায় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহর বিধান চালু না থাকায় এর আগে আওয়ামী লীগ সরকার পুকুর চুরি, সাগর চুরির মতো লুটপাট করেছে। যতদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না হবে ততদিন সমাজ থেকে সব অপকর্ম বন্ধ হবে না।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনে সমাজের তৃণমূল পর্যায় থেকে কাজ করছে। জামায়াতে কর্মীরা প্রশিক্ষিত ও আল্লাহ ভীরু। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো অন্যায় করে না। যার দৃষ্টান্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদ। তারা ৩টি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত দুই পয়সার দুর্নীতির অভিযোগ কেউ করতে পারেনি। এসময় তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে উপস্থিত জামায়াতের দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহ্বান জানান।