Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ■  নামাজের সময় সূচি রোববার ■ মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন ■ মসজিদে মসজিদে তারাবি, দেশজুড়ে রমজানের আবহ ■ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সড়ক অবরোধ, বিমান বলছে ‘অপপ্রচার’ ■ রমজানে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার ■ নিরপেক্ষতা প্রশ্নে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি নুরের
ছাত্রদের কেন দল গঠন করা দরকার— এ নিয়ে যা বললেন ড. ইউনূস
Published : Thursday, 30 January, 2025 at 9:06 PM

ছাত্রদের কেন দল গঠন করা দরকার— এ নিয়ে যা বললেন ড. ইউনূস

ছাত্রদের কেন দল গঠন করা দরকার— এ নিয়ে যা বললেন ড. ইউনূস

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। ছাত্ররা ভালো কাজ করছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। তখন তিনি ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেয়েন র‍্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন। ‘র‍্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা মনে করেন, ছাত্রদের দল গঠন করা দরকার। এর কারণ হিসেবে বললেন, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যত্থায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে।

দল গঠন করতে গিয়ে ছাত্রদের বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন মুহাম্মদ ইউনূস। বলেছেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ। কারণ, রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি, তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কি না।

তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান, ছাত্ররা খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই কিংবা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই।

আগামী সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুইটি সময়ের কথা বলেছেন, তা ভালো সময়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 February, 2025
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
Friday, 21 February, 2025
যেকোনো সময়ের চেয়ে আমরা এখন শক্তিশালী
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 February, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up