Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আজ অমর একুশে ফেব্রুয়ারি, শ্রদ্ধাবনত জাতি ■ হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের ■ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট স্থগিত ■ এদেশের মাটিতে আর যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে ■ এস কে সুর পরিবারের ৫ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ ফ্রিজ ■ নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ■ ‘দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন’
রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ
Published : Thursday, 30 January, 2025 at 7:34 PM

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থেকে কোনো দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করেছে। জলদি তা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমাদের বিচার নিয়ে আরও বেশি কথা বলা উচিত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে। কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান পুরো সময়টিতেই বিচার চাওয়া হয়েছে। যখন আমাদের ভাই-বোন মারা গেছে তখন আমরা বিচার চেয়েছি। শেখ হাসিনাসহ সবার বিচার করা হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম জানান, সাংবাদিক ও বুদ্ধিজিবী মহলে ফ্যাসিবাদের দালাল তৈরি হয়েছিল। ফ্যাসিবাদকে সহায়তা করাও একটা নৈতিক অপরাধ। নৈতিক এবং সামাজিক বিচারও হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে ভিন্নমত থাকতে পারে তবে কোনো অনৈক্য তৈরি হয়নি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে নানা আন্দোলন নিয়ে তিনি বলেন, বিগত সময়ে যেভাবে আন্দোলন দমন করা হয়েছে আমরা সেভাবে করছি না। যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছি। ফ্যাসিবাদের দোসররা এর সুযোগ নিলে সরকার কঠোর হবে। তবে আন্দোলনকে কখনও দমনমূলকভাবে থামাতে চাই না।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের কথা বলা হয়েছে। জনগণের কাছে তথ্য পৌঁছানোর ক্ষেত্রে এই সরকার গণমাধ্যমের ওপর অনেক বেশি নির্ভরশীল। সংবাদ প্রচারের ক্ষেত্রে তিনি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। গণমাধ্যমের ওপর সরকারের নয়, সামাজিক চাপ রয়েছে বলেও জানান তিনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
চাকরি হারালেন সারদায় প্রশিক্ষণরত ৬ এএসপি
রাজশাহী প্রতিনিধি
Thursday, 20 February, 2025
যে কারণে ৩৩ ডিসিকে ওএসডি করেছে সরকার
নিজস্ব প্রতিবেদক
Thursday, 20 February, 2025
আ.লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 February, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up