দুর্নীতি সেই পুরোনো আমলেও ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে তবে কমিয়ে আনার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের আকাঙ্ক্ষা হলো একটা ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠিত হোক। সেক্ষেত্রে দুর্নীতি একেবারে নির্মূল হবে এখনো সেটা মনে করি না।
তিনি আরও বলেন, আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছি, আমরা দুর্নীতিগ্রস্ত কিনা এটা যদি নিশ্চিত হতে পারেন যে না এ দপ্তরে যারা কাজ করছেন না তারা দুর্নীতি করছেন না তাহলে মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, আমরা সেবাদাতা এবং সেবাগ্রহীতার কথা বলি, সংকটটা সেবাগ্রহীতাকে নিয়ে নয়, সেবাদাতাকে নিয়ে। সেবাগ্রহীতার প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু সেবাদাতা কতটা সদিচ্ছা রাখেন সেবা দিতে সেটাই হচ্ছে বিষয়। আমরা বিশ্বাস করি আমরা যদি ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের ক্ষমতার প্রয়োগটা, ক্ষমতা আমরা যেটাকে অনুভব করি সেই প্রয়োগটা আমাদের কমিয়ে আনতে হবে।
দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন দুদকের চেয়ারম্যান।