দুপুর থেকে হঠাৎ আলোচনা টিম হোটেল ছেড়েছে দুর্বার রাজশাহী। ক্রীড়াপ্রেমীরা ধরেই নিয়েছিল পারিশ্রমিক না পেয়ে সবাই হোটেল ছেড়েছেন। তবে এমন কিছু নয়, রাজশাহী দল হোটেল পরিবর্তন করেছিল তখন।
তবে পারিশ্রমিক ইস্যুর সমস্যা ছিলোই। তাই রংপুর রাইডার্সের বিপক্ষে রোববারের (২৬ জানুয়ারি) ম্যাচ খেলতে আপত্তি জানান দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বিকেল সাড়ে ৪টায় মিরপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে বাস ছাড়ার কথা ছিল তাদের।
অবশেষে শঙ্কা কাটিয়ে সাড়ে চারটার কিছু পরে দুর্বার রাজশাহীর বাস মিরপুরে স্টেডিয়ামের উদ্দেশ্যে ছেড়েছে। রংপুরের বিপক্ষে আজকের ম্যাচ খেলতে মাঠে এসেছে রাজশাহীর ক্রিকেটাররা। সমস্যা সুরাহার প্রমাণ দিয়ে দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয় চেকের খাম হাতে নিয়ে ক্রিকেটারদের একটি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিদেশিহীন রাজশাহীকে অনুমতি
দেশী ক্রিকেটাররা মাঠে এলেও ম্যাচ বয়কট করেছেন রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা। হোটেল থেকে মাঠেই আসেননি তারা। বিদেশিদের ছাড়া তাই একাদশ গড়তে হয়েছে রাজশাহীকে। বিপিএলে বিরল ঘটনাই এটা।
অবশ্য বিপিএলের গঠনতন্ত্রে স্পষ্টতই লেখা আছে অন্তত দুজন বিদেশি খেলাতেই হবে। তবে বিদেশিরা বেঁকে বসায় বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে দুর্বার রাজশাহী। সেই আবেদনে রংপুরের বিপক্ষে তাদের বিদেশি ছাড়া খেলার অনুমতি দিয়েছে এই কমিটি।
দলের একজন তরুণ ক্রিকেটার চেকের খাম হাতে পাওয়ার আগে জানিয়েছেন, “ক্রিকেটারদের মধ্যে খুব অসন্তোষ কাজ করছে। আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছিল না। পারিশ্রমিকের অংশ এবং দৈনিক ভাতাও দেয়নি মালিকপক্ষ। তবে আজকে এ ব্যাপারটি সুরাহা হবে বলে শুনেছি।
হোটেল পরিবর্তন নিয়ে এই ক্রিকেটার বলেন,শুনেছি হোটেলের বকেয়া দেয়া হয়নি তাই নতুন হোটেলে উঠেছে।
বিপিএলের দল নিতে হলে বিসিবির নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক ধাপে ধাপে পরিশোধ করতে হবে মালিকপক্ষকে। চুক্তির শর্ত মানার জন্য শনিবার বিসিবি সভা ডেকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিল বিসিবি। না মানলে আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এর একদিনের মাথায় রাজশাহীর ক্রিকেটাররা পারিশ্রমিকের কিছু অংশ পেয়েছেন। তবে এমন অবস্থার কারণে দলটির বিদেশি ক্রিকেটাররা খুবই বিরক্ত। বিশেষ করে জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল আর কখনই রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির অধীনে না খেলার কথাও জানিয়েছেন বলে জানতে পারা গিয়েছে।