ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল ও আর্সেনাল। ইপ্সউইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। লিভারপুলের হয়ে গোল করেছেন কোডি হাকপো, মোহামেদ সালাহ ও দমিনিক সোবোসলাই। ইপ্সউইচ টাউনের হয়ে ব্যবধান কমিয়েছেন জ্যাকস গ্রেভস।
অন্যদিকে আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। ১০ জনে পরিণত হওয়া দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দিয়েছেন রিকার্দো কালাফিওরি।
ইপ্সউইচকে বিপক্ষে নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে আক্রমণাত্মক ফুটবলে অল রেডসরা। খেলার ১১ মিনিটে গোল করেন সোবোসলাই। কেউ বাধা দেওয়ার আগেই ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে তিনি খুঁজে নেন জাল।
খেলার ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহমেদ সালাহ। অ্যানফিল্ডে মিশরের অভিজ্ঞ স্ট্রাইকারের এটি শততম গোল। প্রিমিয়ার লিগের চলতি আসরে তার গোল হল ১৯টি।
খেলার ৪৪ মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন হাকপো। ওই গোলের লিডে বিরতি যায় লিভারপুল। খেলার ৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় লিভারপুল। গোল করেন হাকপো ৪-০। খেলার শেষ দিকে ৯০মিনিটে ব্যবধান কমান জ্যাকস গ্রেভস। ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট হল ৫৩। ইপ্সউইচের ২৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে।
প্রতিপক্ষের মাঠে ৪৩তম মিনিটে মাইলস লুইস-স্কেলির লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। খেলার আর্সেনালকে এগিয়ে নেন কালাফিওরি ১-০। ম্যাচের বাকি সময়ে আর গোল পায়নি কোনো দলই। ২৩ ম্যাচে ১৩ জয় ও ৮ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল। সমান ম্যাচে উলভারহ্যাম্পটনের পয়েন্ট ১৬।