Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ঢাবি প্রো-ভিসির ■ ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে রণক্ষেত্রে, বিজিবি মোতায়েন ■ সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান গ্রেপ্তার ■ রেমিটেন্সে ধীর গতি, কমেছে রিজার্ভ ■ অর্থ লোপাট তদন্তে অডিটর নিয়োগ বাংলাদেশ ব্যাংকের ■ সাইন্সল্যাব অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা, ৫ দাবি ■ চেক পেয়ে মিরপুরে রাজশাহীর ক্রিকেটাররা, বিদেশিদের বয়কট
ক্ষমতায় এসেই ট্রাম্প প্রশাসনের প্রথম চুক্তি বাংলাদেশের সঙ্গে
Published : Saturday, 25 January, 2025 at 1:43 PM

শপথের পর বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি ট্রাম্প প্রশাসনের

শপথের পর বাংলাদেশের সঙ্গে প্রথম চুক্তি ট্রাম্প প্রশাসনের

বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের শপথের পর বাংলাদেশের সঙ্গে এটাই প্রথম চুক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা ৪৬ মিনিটে ফেসবুকে তিনি লেখেন, বাংলাদেশ সরকার আজকে ট্রাম্পের নতুন এনার্জি এক্সপোর্ট ম্যান্ডেটের ওপর ভিত্তি করে একটা ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট সাইন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আমরাই প্রথম দেশ কোনো ডিল সাইন করলাম। ট্রাম্প এর ইলেকশন প্রমিজের মধ্যে ‘ড্রিল, বেবী ড্রিল’ এই স্লোগানটা বেশ পপুলার ছিল। সেটা এই এনার্জি এক্সপোর্ট কে ঘিরেই।

তিনি আরও লিখেছেন, ‌‌আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, কর্মসংস্থান, ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাই সলিউশন বের করতেই হবে। মিডল ইস্ট এর বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অলটারনেটিভ।

‌‌চুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি লিখেছেন, ‌কিন্তু এই সাইনিংয়ের গুরুত্ব অন্য জায়গায়। ইকনমিক ডিপ্লোম্যাসির অ্যাঙ্গেল থেকে। ট্রাম্প সরকারের স্টাইল খুবই ডিফারেন্ট। তারা জাত ব্যবসায়ী। আঁতেল টাইপের কথাবার্তায় নাই। স্ট্রেইট অ্যাকশন দেখতে চায়। লুইজিয়ানার সিনেটর বিল ক্যাসিডি সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলো! আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প এডমিনিস্ট্রেশনের কাছে যাবো, আমরা বলতে পারবো যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিলো। তার আমেরিকা ফার্স্ট এর সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট। আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট!

‌তিনি বলেন, ‌অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের। প্রথমত, আমেরিকার ফরেন পলিসি খুব স্টেবল। তারা হঠাৎ ১৮০ ডিগ্রি টার্ন করে না। আর দ্বিতীয়ত, আমরা সৎ হতে পারি, কিন্তু একদম গাধা না।

সবশেষে তিনি লিখেছেন, এর আগে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানাভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার। এ চুক্তির আওতায় বাংলাদেশ বছরে ৫ মিলিয়ন টন (৫০ লাখ টন) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে গত ২১ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মারা গেছেন মুক্তিযোদ্ধা কে এম সফিউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 26 January, 2025
চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 25 January, 2025
সুপারিশ নিয়ে ৫ সংস্কার কমিশনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
Friday, 24 January, 2025
'কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে'
কুমিল্লা প্রতিনিধি
Saturday, 18 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up