Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সুপারিশ নিয়ে ৫ সংস্কার কমিশনের মতবিনিময় ■ ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের ■ ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না ■ বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল ■ আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, আন্দোলন চলবে ■ আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল করলো শ্রীলঙ্কা ■ জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
Published : Friday, 24 January, 2025 at 7:34 PM

জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম

চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তার চট্টগ্রাম নগরীর চাক্তাই আসাদগঞ্জে শুঁটকির ব্যবসা রয়েছে। তিনি ওই এলাকার সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। এ ছাড়াও তিনি নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম নগরীতে পরিবার নিয়ে বসবাস করেন। আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীর আলমকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করা হয়। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে তাদের কয়েকজন হামলার শিকার হন। জাহাঙ্গীর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, হামলাকারীরা মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা নিয়ে এসেছিল। তারা ১০ থেকে ১৫ জন ছিল, ঘটনার পরপর পালিয়ে গেছে। হামলাকারীরা নোয়াপাড়া পথেরহাট এলাকা দিয়ে এসেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক
Thursday, 23 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up