Published : Friday, 24 January, 2025 at 7:13 PM, Update: 24.01.2025 8:22:53 PM
৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এক দলীয় সংবিধান দিয়ে কখনও সম্ভব না। গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই, যার ফলে বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।
তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথাও থাকতে হবে।
বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা দিতে চাইলে সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে। বাধা দেয়ার পরিণতি হবে শেখ হাসিনার মতো।
তিনি আরও বলেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দেবো। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।
গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এ ছাত্রনেতা বলেন, এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ।