মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরান ও ইসরায়েলের সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপ এড়িয়ে আলোচনা ও সমঝোতার পক্ষে মত দিয়েছেন। সেসময় তিনি বলেন, খুব ভালো হয় যদি সামরিক উদ্যোগ এড়িয়ে ইরান- ইসরায়েল সংঘাত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায়।
হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ট্রাম্প। তিনি আশা করেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাবে। তবে তারা যদি সমঝোতা না করে, তাতেও সমস্যা নেই।
এদিকে ট্রাম্প নির্বাহী আদেশে হুতি বিদ্রোহীদের জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সিদ্ধান্তকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।