বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে ছাত্র আন্দোলনের নেতারা যদি কোনো রাজনৈতিক দল গঠন করে, তাহলে সরকার থেকে বেরিয়ে এসে তা করা উচিত। এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদের স্বাগত জানাব।
বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশ হয়।
তিনি আরো বলেন, কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে। কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি, এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায়, সেটা তাদের জন্যই ভালো হবে।
সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, শিক্ষার্থীদের নতুন দল গঠন, ভারত বিষয়ে বিএনপির অবস্থান, আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর নির্বাচনে অংশগ্রহণসহ নানা বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল।
ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন করার প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, তারা দল গঠন করতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেক্ষেত্রে আমরা তাদের স্বাগত জানাব। কিন্তু একটা কথা অলরেডি উঠে আসছে মিডিয়াতে। কিংস পার্টি বলে একটা কথা উঠছে। আমি মনে করি, এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত। অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায়, সেটা তাদের জন্যই ভালো হবে।