দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এ সময়টায় অনেকে বিছানায় থাকায় শক্তিশালী কম্পন অনুভব করেন। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।