Published : Friday, 24 January, 2025 at 12:10 AM, Update: 24.01.2025 12:52:53 AM
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমাদের ট্রেনিং আছে, আমাদের হাতে অস্ত্র আছে, মনোবল আছে। সীমান্তে আমরাই আগে ডিল করবো। বিজিবি না ডাকলে নো-ম্যানস ল্যান্ডের পাশে কেউ এসে ব্যাঘাত ঘটাবেন না।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার বিনদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকার বাখেরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তে চোরাচালান রোধে জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পাশাপাশি চোরাচালান রোধে, দেশের সীমান্ত সুরক্ষায় ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান ৫৯ বিজিবি অধিনায়ক।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল ওসি, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।