Published : Thursday, 23 January, 2025 at 11:25 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জ্বোহা চত্বরে অবস্থান নেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ।
রাবি ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, কোরআন আমাদের হ্রদয়ের স্পন্দন। কোরআনকে পুড়িয়ে আমাদের হ্রদয়ে যে আঘাত দেওয়া হয়েছে, মৃত্যু দিয়েও এমন কষ্ট দেওয়া যায় না। কোরআন পোড়ানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মর্মাহত। বিশ্ববিদ্যালয়ের যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে কোরআনের বিপ্লব ঘটাবো।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে গত ১২জানুয়ারি ও তার আগে ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে কোনো এক সময়ে কে বা কারা পবিত্র কোরআনে অগ্নিসংযোগ করে। তবে এখন পযর্ন্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।