Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার ■ উপদেষ্টার আশ্বাসে আন্দোলন স্থগিত মালয়েশিয়া গমনেচ্ছুদের ■ শেখ হাসিনার ‘নিশিরাতের নির্বাচন’ নিয়ে অনুসন্ধানে দুদক ■ শাহজালালে বোমা হুমকির বার্তা আসে পাকিস্তানি নম্বর থেকে ■ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ ■ সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম আটক ■ আবেদন খারিজ, ট্রাইব্যুনালেই চলবে জুলাই গণহত্যার বিচার
শেখ হাসিনার ‘নিশিরাতের নির্বাচন’ নিয়ে অনুসন্ধানে দুদক
Published : Wednesday, 22 January, 2025 at 6:58 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিশিরাতের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন কমিশনের এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

দুদক সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন ‘দিনের ভোট আগের রাতে’ করা, ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি কাউন্ট দেখানো, প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহারের নেতৃত্ব দেন শেখ হাসিনা। তার নির্দেশে কাজ করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং র‌্যাব-পুলিশের সংশ্লিষ্টরা। ব্যাপক আর্থিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদকেও কিছু অভিযোগ জমা হয়েছে।

সংস্থাটি বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। আর তাদের সহয়তা করেছিলেন, তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামসহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং র‌্যাব-পুলিশের সংশ্লিটরা। জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে ২০১৮ সালের নির্বাচনে। দুদকের কাছে অভিযোগ এসেছে, শেখ হাসিনা থেকে শুরু করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত। যাদের সহায়তা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামসহ বিভাগীয় কমিমনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা এবং র‌্যাব-পুলিশের সংশ্লিটরা। দুদকের দাবি এ সবই হয়েছে অর্থের বিনিময়ে।

তিনি বলেন, ১৬৫ কো‌টি টাকার স‌ন্দেহজনক লে‌নদে‌নের ও ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হ‌য়ে‌ছে সাবেক এল‌জিআর‌ডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরু‌দ্ধে। ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার স্ত্রীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

দুদকের মহাপরিচালক বলেন এ অভিযোগ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি দল গঠন করেছে দুদক। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up