Published : Wednesday, 22 January, 2025 at 11:44 AM
টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারছেন বিদেশগামী কর্মীরা। তাতেই এবার তারা রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোদ করে আন্দোরন করে আসছিলেন। এবার তাদের সেখান থেকে সড়িয়ে দিয়েছে পুলিশ। এতে করে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মূল সড়কটিতে আবারও যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে একপ্রকার বাধ্য করেই রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হয় তাদের।
এসময় আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। মালয়েশিয়াগামী এই শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না পারেনি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।
এর আগে সকাল সকাল ৯টা থেকে তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নেন তারা। এসময় তাদের মধ্যে বেশ কয়েকজন কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়েন। এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে আসা যানবাহন কারওয়ান বাজার মোড়ে আটকা পড়ে। এভাবে দীর্ঘ দুই ঘণ্টা যাবৎ তারা কারওয়ান বাজার মোড় অবরোধ করে রাখেন তারা। এক পর্যায়ে পুলিশ তাদের অনেকটা জোরপূর্বক সরিয়ে দেয়।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। আমাদের একেকজনের পরিবারের এমন অবস্থা যে, তারা এখন বাড়িতেও ফিরতে পারবে না। কিন্তু পুলিশ আমাদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে। আমরা এখন এখান থেকে শাহবাগ যাব এবং সেখানে অবস্থান নিব। তবু আমরা দাবি আদায় করেই ঘরে ফিরবো।