কিশোরগঞ্জের ভৈরবের ২টি হত্যা মামলায় দুই সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৮০ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার আসামিরা হাজির হয়ে জামিন চাইলে বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এ আদেশ দেন।
আসামিদের মধ্যে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হক ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুল হক রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জালাল উদ্দীন।
তিনি জানান, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে কর্তাবাড়ি ও সরকার বাড়ির আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে গত বছর ১৩ সেপ্টেম্বর সরকার বাড়ি গোষ্ঠীর ইকবাল মিয়া (৩০) এবং একই বছরের ৩১ অক্টোবর একই গোষ্ঠীর আবদুল কাইয়ূম কর্তাবাড়ির লোকজনের হাতে খুন হন।
পরে নিহতদের পক্ষ থেকে বাদী হয়ে থানায় পৃথকভাবে দুটি মামলায় ২২৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে ৮০ জন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।
আগাম জামিনের মেয়াদ শেষ হলে আসামিরা সোমবার কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।