অফিস ছেড়ে যাচ্ছি, লড়াই নয়; আমাদের এখনো অনেক কিছু করার বাকি- হোয়াইট হাউস ছাড়ার সময় এমনটাই বললেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (৩০ জানুয়ারি) নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বক্তৃতার পর নিজের প্রথম মন্তব্যে বাইডেন বলেন, আমাদের করার জন্য অনেক কিছু বাকি আছে।
তিনি বলেন, আমরা আজ (ট্রাম্পের) অভিষেক বক্তৃতাটি শুনেছি- আমাদের কাজ করার জন্য অনেক কিছু বাকি।
এসময় তিনি নিজেই নিজেকে আশীর্বাদ করে উপস্থিত সহযোগীদের হাসানোর চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে ডেমোক্র্যাট নেতা বলেন, আমি অফিস ছাড়ছি, কিন্তু আমরা লড়াই ছাড়ছি না।
সমর্থকরা ‘যা কিছু করতে পারে, সবভাবে জড়িত থাকতে’ উৎসাহিত করেন ৮২ বছর বয়সী এ নেতা। স্ত্রী জিল বাইডেনের সঙ্গে দাঁড়িয়ে নিজের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।