লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) আপসানা বেগম।
সোমবার তিনি সেখানে যান।
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা থেকে পর পর দুবার নির্বাচিত এই সংসদ সদস্য সোমবার রাতে জানান, নো ভিসা ফি পুনঃবিবেচনার আহ্বান জানান তিনি। হাইকমিশনের কনস্যুলার সেবা সম্পর্কে তিনি খোঁজ-খবর নেন।
আপসানা বেগম এ সময় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সম্পর্কে জানতে চান। ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খানসহ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।