Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়তে হবে ■ ‘কোটা না মেধা’ স্লোগানে উত্তাল শহীদ মিনার ■ প্রস্তুত ওয়াশিংটন ডিসি, ফের ট্রাম্প যুগের শুরু আজ ■ সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার ■ এবার ওয়ার্কশপের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার এনবিআরের ■ বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক ■ সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
মেডিকেল ভর্তিতে কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ
Published : Monday, 20 January, 2025 at 7:37 AM

মেডিকেল ভর্তিতে কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ

মেডিকেল ভর্তিতে কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ

মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ শাখা। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোটায় ভর্তিতে সুযোগ পাওয়া সব ফল বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান তারা। 

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে বেরিয়ে মিরপুর সড়কের সায়েন্সল্যাব-নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা কলেজের মূল ফটকে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ওয়াসিম-সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘চব্বিশের বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হলে হলে খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এখনো কোটার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তিতে সুযোগ দেওয়ার কোনো মানেই হয় না। এ কোটাকে কেন্দ্র করেই অনেক মানুষ জীবন দিয়েছে। কোনোভাবেই এই বৈষম্য মেনে নেওয়ার মতো নয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, আজকে মেডিকেলের ফল প্রকাশিত হয়েছে। পতিত স্বৈরাচার সরকারের মতো ছাত্রজনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে কোটায় ৪১ পেয়ে চান্স পেয়েছে অথচ ৭৫ নম্বর পেয়েও অনেকেই চান্স পায়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি শিগগিরই এই কোটা প্রথা বাতিল করতে হবে। নতুন করে রিভিউ ফল প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। 

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
‘কোটা না মেধা’ স্লোগানে উত্তাল শহীদ মিনার
নিজস্ব প্রতিবেদক
Monday, 20 January, 2025
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 19 January, 2025
মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক
Friday, 17 January, 2025
জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার
জবি প্রতিনিধি
Monday, 13 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up