Published : Sunday, 19 January, 2025 at 2:52 PM, Update: 19.01.2025 3:49:03 PM
হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে ফের পুরোদমে হামলা শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে গাজার মধ্য ও উত্তরে হামলায় ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রোববার ( ১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। খবর রয়টার্সের।
রয়টার্স জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একটি তালিকা হামাস সরবরাহ না করা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলি সামরিক মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও হামাস তার ‘বাধ্যবাধকতা’ পূরণ করছে না। যতক্ষণ পর্যন্ত হামাস সেটি পূরণ না করবে ততক্ষণ আক্রমণ চালিয়ে যাবে ইসরায়েল।
এদিকে হামাস জানিয়েছে, ‘কারিগরি ত্রুটির’ কারণে জিম্মি তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে তাদের।
হামাস জানায়, গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের ‘প্রতিশ্রুতি’ আছে এবং প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের নাম প্রকাশে বিলম্ব হওয়ার কারণ কারিগরি ত্রুটি। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি হামাস।
গতকাল শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায়। এর আগে গত শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভায় ভোটে যুদ্ধবিরতি চুক্তিকে অনুমোদন দেয়া হয়।
বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তিটি গাজায় ইসরায়েলের ১৫ মাসের যুদ্ধের অবসানের পথ খুলে দেবে বলে ধারণা করা হয়েছিল।