Published : Saturday, 18 January, 2025 at 11:59 PM, Update: 19.01.2025 12:45:08 AM
কিংস অ্যারেনায় আজ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে বসুন্ধরা কিংস ও ফর্টিজের মধ্যে ম্যাচ ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলার পর ফর্টিজের টিম বাসে ভাঙচুর ঘটনা ঘটে।
ফর্টিজ এফসির ছোট দুটি মিনি বাস রয়েছে। কিংস অ্যারেনায় সেই বাসগুলো পার্ক করা ছিল। খেলার পর একটি বাসের সামনের গ্লাসে হামলা হয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। অন্য বাসে কোনো আঘাত হয়নি।
কিংস অ্যারেনা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। ফর্টিজ এফসিও এই ভেন্যু হোম হিসেবে ব্যবহার করছে৷ দুই ক্লাব কর্তৃপক্ষের মধ্যে সুসম্পর্ক থাকলেও কিংস সমর্থকদের আচরণ অবশ্য একটু ভিন্ন রকম। আজ ম্যাচ চলাকালে ফর্টিজের পোস্টের সামনে স্মোক ফ্লেয়ার ছুড়ে। এতে খেলা মিনিট চারেক বন্ধ ছিল। কিংস এই ম্যাচ ড্র করায় লিগ শিরোপা রেসে অনেক পিছিয়ে পড়েছে। ড্রয়ের পরই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
কিংস অ্যারেনায় সমর্থকদের এমন আচরণ নতুন নয়। ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপে মোহামেডানের বিপক্ষে রং ছোড়ার ঘটনা ঘটে। খেলা দশ মিনিট বন্ধ থাকায় মোহামেডান হারের কারণ হিসেবে সেটা উল্লেখ করে। ফেডারেশন সেই ঘটনার এখনো বিচার করতে পারেনি। এরমধ্যে আরেকটি নতুন ঘটনার জন্ম।
বাফুফে কিংস অ্যারেনায় ঘটনায় এখনো ধীরে চলো নীতিতে থাকলেও ফিফা-এএফসি অবশ্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে ইতঃপূর্বে। বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সমর্থক ঢুকে পড়া, স্মোক ফ্লেয়ার ছোড়ায় বিভিন্ন ঘটনায় প্রায় বিশ হাজার ডলার জরিমানার শিকার হয়েছে বাফুফে। এমন ঘটনা বারবার হলে নিরাপত্তার কারণে ভেন্যুর আন্তর্জাতিক স্বীকৃতি বাতিল হতে পারে।