Published : Saturday, 18 January, 2025 at 11:57 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে।
শনিবার রাজধানীর মিন্টু রোডে আবু সাইদ কনভেনশন সেন্টারে ‘যার গল্প আমাদের দর্শন’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি গণতন্ত্র মানে মত প্রকাশ বা অধিকার প্রয়োগ। গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ভোটের মাধ্যমে মানুষ তার মতামত প্রকাশ করে থাকে। স্বাভাবিকভাবে মানুষের ভোট প্রদানের অধিকার যে কোনো উপায়ে থাকতেই হবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা তিনভাবে দেখতে পাই। দেশের প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে সেটি ছিল সময়ের দাবি। একজন সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি তার প্রতিশ্রুতি হচ্ছে দেশকে রক্ষা করা। দেশের মানুষ এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। আমরা দেখেছি যখন সময় এসেছে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনার বা রক্ষা করার, আমরা যখন দেখেছি শত্রুর কবল থেকে দেশের মাটিকে রক্ষা করার, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের পাশাপাশি ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও।