Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ নবীন উদ্যোক্তাদের সফলতার গল্প শুনলেন ড. ইউনূস ■ ৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার ■ 'কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে' ■ বায়ুদূষণে দেশে প্রতিবছর ১ লাখের বেশি মৃত্যু ■ বিপ্লব বেহাত হয়নি, দেশ গড়তে কাজ করছে সরকার ■ 'এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন' ■ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
'এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন'
Published : Saturday, 18 January, 2025 at 6:59 PM

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। সে ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ, ইজ্জত কেড়ে নেয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা কর। আর তোমরা মানুষের প্রতি সম্মান দেখাও এহসান করো। এটা আল্লাহর হুকুম যারা ন্যায়বিচারের প্রতি আছে, যারা মানুষকে সম্মান করবে যারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে। আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিবে। আর যারা সমাজে জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বেইজ্জত করবে বিশেষ করে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুইটাই কেড়ে নেবে। আল্লাহ বলছে ক্ষমতা আমি দেই ক্ষমতা আমি কেড়ে নেয়। ইজ্জত আমি দেই ইজ্জত আমি কেড়ে নেয়। 

তিনি আরও বলেন, আল্লাহর শক্তিতে বলিয়ান এমন একটি জাতি গঠন করতে চাই। যে জাতি আল্লাহর শক্তিতে আলোকিত হবে। সে জাতি হবে সাহসী জাতি, বীরের জাতি। এ জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। মোমিনরা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন। মাথা নত করেনি বলে একটানা সাড়ে পনেরো বছর আলেম-ওলামাদের উপরে বিগত সরকার তাণ্ডব চালিয়েছে। জামায়াতে নায়েবে আমিরসহ ১১ জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছে আমাদের শত শত নেতাকর্মীকে তারা খুন করেছে। অসংখ্য ভাই-বোনকে তারা খুন করেছে, গুন করেছে, পঙ্গু করেছে, আহত করেছে তারা। তাদের চাকরি কেড়ে নিয়েছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে।

তিনি বলেন, দেখ সাড়ে ১৫টি বছর। যে জাতির উপর একটি জগদ্দল পাথর, বেশিবাদের পাথর চেপে বসেছিল, মহান রাব্বুল আলামিন যারা বছরের পাঁচই আগস্ট তাদের জুলুমের কবল থেকে এ জাতিকে মুক্তি দান করেছে। অনেকে জিন্দা শহীদ হয়ে আছে। হাত-পা টুকরো টুকর, দু’টি নয়ন অন্ধকার। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিতে ঝুলানো হয়েছে। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এতে আমরা ব্যতীত নয়। আমরা আল্লাহর দরবারে শোকর গুজার করি। 

তিনি বলেন, আমরা কেন বললাম যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাওয়ালা। সার্বভৌমত্বের একমাত্র অধিকার, একমাত্র আল্লাহ তাওয়ালা। বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে। তারা আল্লাহর সার্বভৌমত্ব মানে না। তারা মনে করেছিল নিজেই সার্বভৌম। সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক। এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন। সে ক্ষমতার দাপটে কিয়ামত পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন। আপনাদের পলায়ন, আপনাদের পরাজয় প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামাতের আমির মাওলানা কেরামত আলী। এ সময় রাজশাহী মহানগর ও জেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
'এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন'
রাজশাহী প্রতিনিধি
Saturday, 18 January, 2025
রাজশাহীর জামায়াতের সম্মেলন আজ
রাজশাহী ব্যুরো
Friday, 17 January, 2025
‘গাছ খারাপ বলে কাটা পড়েছে কিন্তু আগাছা রয়ে গেছে’
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Friday, 17 January, 2025
‘চলে আসেন, কাশিমপুরে ভালো জায়গা দেব’
নিজস্ব প্রতিবেদক
Friday, 17 January, 2025
আ.লীগ দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল
মাদারীপুর প্রতিনিধি
Tuesday, 14 January, 2025
ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
জামায়াত দায়িত্ব পেলে ধর্ম ও দল দেখব না
কুয়েত প্রতিনিধি
Saturday, 11 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up