চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ওপারের মানুষ গাছ কাটছিলেন। এটি টের পেয়ে তাদের বাধা দেয় বিজিবি ও বাংলাদেশিরা। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশিদের লক্ষ্য করে ককটেলও ছুড়েছে ভারতীয়রা।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে তাণ্ডব চালায়। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবিলার চেষ্টা করে। বিএসএফ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করেছে বলেও জানান স্থানীয়রা।
সীমান্তের বাসিন্দারা আরও জানান, ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেসবাহুল হক।
মেসবাহুল হক জানান, তিনিসহ মোট তিনজন আহত হয়েছেন। অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মো. রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মো. ফারুক হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সময় সংবাদকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে তারা অবস্থান করছেন। স্থানীয় লোকজনকে শান্ত করা হয়েছে।