Published : Saturday, 18 January, 2025 at 2:31 PM, Update: 18.01.2025 3:57:34 PM
বোলিংয়ের পাশাপাশি দারুণ ফিল্ডিংয়ে নেপালকে তছনছ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। জয় দিয়ে আসর শুরু করতে লাল সবুজদের লক্ষ্য মাত্র ৫৩ রান।
মালয়েশিয়ায় শনিবার (১৮ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে মাত্র ৫২ গুঁড়িয়ে গেছে নেপাল। ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচায় ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। ৪ ওভারে ৭ রান খরচায় ১ উইকেট নেন ফাহমিদা ছোঁয়া। প্রতিপক্ষের ৫ উইকেট-ই পড়েছে রান আউটের ফাঁদে পড়ে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে কেবল ওপেনার সানা পারভীন ছাড়া নেপালের আর কেউই আলো ছড়াতে পারেননি। ৩২ বলে ১৯ রান করে মাওয়ার বলে বোল্ড হন সানা। দলের পক্ষে ১৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন সীমানা কেসি। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
নিজেদের প্রথম ম্যাচটা জয়ে রাঙাতে ওভারপ্রতি লাল সবুজদের প্রয়োজন মাত্র ২.৬৫ রান।
‘ডি’ গ্রুপে জুনিয়র টাইগ্রেসদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া আর ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজরা।