Published : Saturday, 18 January, 2025 at 11:21 AM
গেলো কয়েকদিন আগেই হাসপাতালে সামনে একজন রিকশা চালকের ছবি ভাইরাল হয়। সেখানে হাসপাতালে সামনে একজন রিকশা চালক পুলিশের গুলিতে মারা যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নিয়েছে
বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্মকর্তাদের নজরে আসার পর গতকাল বিকেলে ডেল্টা থানায় অভিযান চালিয়ে সেসময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। ইসমাইলের চিকিৎসা অবহেলার ঘটনায় একজন চিকিৎসাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
তিনি জানান, হাসপাতালের সামনে বিনাচিকিৎসায় রিকশা চালক ইসমাইল নিহতের ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি নতুন মামলা হবে না কি আগের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।