Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ দুই দেশের জনগণের জন্য কল্যাণকর সম্পর্ক চায় ভারত ■ গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন ■ অন্তর্বর্তী সরকারকে প্রশংসা করলো হিউম্যান রাইটস ওয়াচ ■ তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ■ ‘চলে আসেন, কাশিমপুরে ভালো জায়গা দেব’ ■ জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে চান সারজিস আলম ■ ছুটির দিনে মানুষের ঢল, জমজমাট বাণিজ্য মেলা
১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী
Published : Friday, 17 January, 2025 at 2:55 AM

১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী

‘যারা সাজানো মামলায় আমাদের বাবরকে ফাঁসির রায় দিয়েছিল। তারা আজ দেশছাড়া। তাদের জন্য ঝুলছে ফাঁসির দঁড়ি। এটাই হচ্ছে ইতিহাসের নির্মম সত্য। ইতোমধ্যে ফল পেতে শুরু করেছেন তারা। আমাদের নেতা, আমাদের সন্তান এখন মুক্ত। আদালত তাকে সাজানো মামলা থেকে রেহাই দিয়েছে। শেখ হাসিনা ফাঁসি দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল।’ -এভাবেই কথাগুলো বলছিলেন লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই শিক্ষক মো. মাহমুদুর রহমান মির্জা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বাবর। কারাগারের প্রধান ফটকে ভিড় করে এলাকার মানুষ তাকে অভ্যর্থনা জানান।

সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করছি। যারা অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছিল। আজ তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করছে।

বাবরের মুক্তির খবরে তার নিজ জেলা নেত্রকোনা ও নির্বাচনী মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরিতে নেতাকর্মীদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের ধারা। ভাটিবাংলার জনপ্রিয় নেতাকে বরণ করতে নেত্রকোনার ও মদনের শহর থেকে গ্রাম সর্বত্র তৈরি করা হয়েছে নানা রঙের তোরণ। 

রাস্তাঘাটে মানুষের মাঝে দেখা গেছে উল্লাস। কৃষক, শ্রমিক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মুখে মুখে ভেসে বেড়াচ্ছে বাবরের মুক্তির খবর। চায়ের স্টলে, অফিস-আদালতে আড্ডায় আলোচনায় বাবর মুক্তি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোনা থেকে আড়াই শতাধিক বাস ও তিন শতাধিক মাইক্রোবাসে করে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার এলাকার প্রায় ত্রিশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এছাড়াও সাধারণ পরিবহনে ঢাকায় পৌঁছান হাজার হাজার ভক্ত। প্রিয় নেতার মুক্তিতে উচ্ছ্বসিত এলাকার সব শ্রেণিপেশার মানুষ।

জেলার মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ কালবেলাকে বলেন, আমরা আমাদের প্রিয় নেতাকে বরণের জন্য উন্মুখ হয়ে আছি। অন্তত ৫০ হাজার মানুষ ঢাকায় এসেছেন তাকে বরণ করতে। হাওরাঞ্চল মানুষ এসে ঢাকাকে জনসমুদ্রে পরিণত করেছে। তিনি কারামুক্ত হয়ে আবারো এলাকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে হাল ধরবেন- এমনটাই আমাদের প্রত্যাশা।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
১৭ বছর পর মুক্ত বাবর, উচ্ছ্বসিত এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
Friday, 17 January, 2025
যমুনায় বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর
নিজস্ব প্রতিবেদক
Thursday, 16 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up