Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার ■ মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস ■ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত চেষ্টায় কাতার
Published : Tuesday, 14 January, 2025 at 11:59 PM, Update: 15.01.2025 12:27:17 AM

গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত চেষ্টায কাতার

গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত চেষ্টায কাতার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ তথ্য জানান। খবর আলজাজিরার।

মাজেদ আল-আনসারি বলেন, ১৫ মাস ধরে চলমান সংঘাতের অবসানের জন্য আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কাতার বহু মাস ধরে একটি চুক্তিতে ইসরায়েল ও হামাসকে আনতে মধ্যস্থতার চেষ্টা করে আসছে।

তিনি আরও বলেন, হামাস এবং ইসরায়েল উভয়ের কাছেই একটি খসড়া চুক্তি হস্তান্তর করা হয়েছে। উভয়পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলোতে আলোচনা হয়েছে। এতে চুক্তির পথে প্রধান বাধাগুলো সমাধান করা হয়েছে। 

দোহায় বর্তমান আলোচনার অবশিষ্ট ইস্যু চূড়ান্ত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। আজ আমরা একটি চুক্তি করার সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছি। এ সময় মুখপাত্র আশা প্রকাশ করেন, যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছে। শিগগির এ ঘোষণা আসতে পারে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস ৪২ দিনের যুদ্ধবিরতিতে ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। 

কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হামাস ও ইসরায়েলের হাতের পৌঁছানোর পর এ বক্তব্য প্রদান করেন ইসরায়েলি কর্মকর্তারা। যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া নিয়ে ইসরায়েলি কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রসঙ্গত, কাতারে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০-এ পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও লাখো ফিলিস্তিনি।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের দিন শেষ
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 14 January, 2025
দাবানলে বেড়েছে মৃত্যু, কঠোর সর্তকতা
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 13 January, 2025
গাজায় ইসরায়েলি হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
Monday, 13 January, 2025
রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 12 January, 2025
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২১
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 11 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up