Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার ■ মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস ■ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ■ এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
বেক্সিমকোর কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
Published : Tuesday, 14 January, 2025 at 11:59 AM

কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেন শ্রমিকেরা

কারখানা খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেন শ্রমিকেরা

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সব কারখানা খোলা, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু এবং বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন কারখানার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ মানুষও অংশ নিয়েছেন। ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। 

কর্মসূচিতে অংশ নেয়া শ্রমিকদের দাবি, নতুন সরকার আসার পর বেক্সিমকো কারখানায় বেতন ভাতা দেয়া নিয়ে সমস্যা সৃষ্টি হয়। এক পর্যায়ে কারখানা বন্ধ (লে অফ) ঘোষণা করে কর্তৃপক্ষ। এ অবস্থায় তাদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।

শ্রমিকেরা বলেন, মানবেতর জীবন যাপন করছেন তারা। তাই কর্মসংস্থান বহাল রাখার জন্য কারখানা খুলে দেয়ার দাবি তাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা কর্মসূচিতে যোগ দিতে দলে দলে আসতে শুরু করেন। হাজার হাজার শ্রমিক কর্মচারী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মানববন্ধনটি মানব প্রাচীরে রূপ নেয় এবং চক্রবর্তী এলাকা থেকে নবীনগর এলাকায় তা ছড়িয়ে পড়ে।

কারখানা কর্তৃপক্ষ বলছে, এলসি খুলতে না পারা এবং নতুন কার্যাদেশ না থাকায় কারখানা লে অফ ঘোষণা করা হয়। তবে সরকারের আন্তরিক সহযোগিতায় এলসি খোলা সম্ভব হলে, ব্যাংকের সহযোগিতা পেলে কারখানা খুলে দেয়া যাবে।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি পোশাকসহ ৩২টি কারখানা রয়েছে। গত ১৫ ডিসেম্বর কারখানাগুলো লে অফ ঘোষণা করা হয়।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Monday, 13 January, 2025
থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ
শরীয়তপুর প্রতিনিধি
Thursday, 9 January, 2025
ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধি
Thursday, 2 January, 2025
মেলেনি প্যারোলে মুক্তি, জেলগেটে এলো বাবার লাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
Tuesday, 31 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up