বাংলাদেশের পেসার নাহিদ রানার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএলে) দল পেয়েছেন লিটন কুমার দাস। তাকে সিলভার ক্যাটাগরি থেকে দলে নিয়েছে করাচি কিংস। নাহিদকে কিনেছে পেশাওয়ার জালমি।
পিএসএলের ড্রাফটে সাকিব-মোস্তাফিজের সঙ্গে উল্লেখ্যযোগ্য ক্রিকেটার হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ। সেখান থেকে রিশাদ হোসেনও দল পেয়েছেন। তৃতীয় রাউন্ডে তাকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
রিশাদের মতো একই ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান ও তাওহীদ হৃদয়। তারা অবশ্য কেউ প্রথম ডাকে দল পাননি এখনও। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন।
পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে সোমবার পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। সবমিলিয়ে পিএসএলের নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার, যেখানে বাংলাদেশেরও আছেন বেশ কিছু ক্রিকেটার।