Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আ.লীগ দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল ■ বাসা থেকে আটক ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক ■  ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেপ্তার ■ সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেয়া হচ্ছে, ঢাকাকে দিল্লির বার্তা ■ জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার ■ ওমরায় যেতে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করল সৌদি ■ এইচএমপি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে সতর্কতা জারি
দক্ষিণাঞ্চলে আমন সংগ্রহের হার আশাব্যঞ্জক
Published : Monday, 13 January, 2025 at 7:09 PM

 আলোচনা সভায় বক্তব্য রাখছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

আলোচনা সভায় বক্তব্য রাখছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দক্ষিণাঞ্চলে আমন সংগ্রহ দেরিতে হয়। চলতি মৌসুমে আমন সংগ্রহের হার আশাব্যাঞ্জক মনে করছি। আশা করছি যে সময় নির্ধারণ করা আছে তার মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলতি মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।

তিনি বলেন, সরকারি গুদামে লক্ষ্যমাত্রা বাড়ানোর উদ্যোগ এখনই আমরা নিচ্ছি না। এর প্রধান কারণ বাজারে চাল বাড়ানোর দরকার। তবে সরকারি গুদামে দেয়ার জন্য যদি আপনারা বিক্রি করতে চান আমরা অবশ্যই নেবো। কিন্তু সরকারের তরফ থেকে বাড়িয়ে দেবো না। শুধু ধান যারা দিতে পারবেন, তারা পরিমাণ মতো চাল পাবেন।

খাদ্য উপদেষ্টা বলেন, সরকার যে চালগুলো আমদানি করছে, সেগুলো গুদামে ধরে রাখার জন্য না। মফস্বলে কিছুদিন ওএমএসের কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। আবার সেটা চালু করে দেয়া হয়েছে। প্রতি কার্যদিবসে প্রতি উপজেলায় দুই মেট্রিকটন করে চাল ওএমএসে দেয়া হচ্ছে। দরকার হলে এটা আমরা আরও বাড়াবো।

আলী ইমাম মজুমদার বলেন, আমি এখানে এসেছিলাম বরিশাল বিভাগের চলতি মৌসুমে আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও অর্জন পর্যালোচনা, সুবিধা-অসুবিধা সম্পর্কে পর্যালোচনা এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেয়ার জন্য। বিভাগের প্রতিটি জেলার খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, কৃষি বিভাগের আঞ্চলিক নিয়ন্ত্রক আমাদের কাছে ভিন্ন তথ্য তুলে ধরেছেন।

সভা শেষে তিনি বরিশালে নির্মিত সাইলো পরিদর্শন করেন। এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফের
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 12 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up