তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মূলত সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ নানা দাবিদতে তারা এই অনশন করেছেন।
তিন দফা দাবিতে গতকাল রোববার সকাল সাড়ে আটটা থেকে অনশন করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হন। উপাচার্য আশ্বাস দিলেও শিক্ষার্থীরা অনশন ভাঙেনি।
সোমবার (১৩ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, পদার্থবিজ্ঞান, মার্কেটিংসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।
প্রধান ফটকে তালা ঝুলানোর কারণে ক্যাম্পাসের মধ্যে কোনো যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রেখেছে।