Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পাঁচ দেশের দূতাবাস থেকে ৫ কর্মকর্তাকে প্রত্যাহার ■ সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায় সরকার ■ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ■ মোবাইল ফোন-ইন্টারনেটে কর না কমালে এনবিআর ঘেরাও ■ বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠানে অনুদানে কর রেয়াত বাতিল ■ ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনোই সম্ভব নয়’ ■ দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত
বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠানে অনুদানে কর রেয়াত বাতিল
Published : Sunday, 12 January, 2025 at 3:13 PM

বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠানে অনুদানে কর রেয়াত বাতিল

বঙ্গবন্ধু নামে প্রতিষ্ঠানে অনুদানে কর রেয়াত বাতিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সংবলিত জাতীয় প্রতিষ্ঠানগুলোতে অনুদানের বিপরীতে আয়কর রেয়াতের যে সুবিধা ছিল, তা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ ব্যাপারে প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সংস্থাটির আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইনের ৬ষ্ঠ তফসিলের ৩ নম্বর অংশের অনুচ্ছেদ ২ এর দফা ১৫ বাতিল করা হলো। ওই দফায় বলা হয়েছিল, জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যেকোনো পরিমাণ অর্থ কর রেয়াতের জন্য প্রযোজ্য হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তিশ্রেণির করদাতারা দান বা অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পেতেন। ২০২৩ সালের আয়কর আইনের ৭৬ ও ৭৮ ধারা অনুযায়ী এ সুবিধা দেয়া হয়।

এ দুই ধারা অনুসারে মোট ২০টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ পেয়ে থাকেন। এর মধ্যে আয়কর আইনের ধারা ৭৮ মোতাবেক জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা অনুদান হিসেবে যেকোনো পরিমাণের অর্থ প্রদান করলে আয়করে রেয়াত সুবিধা পেতেন।

এর আগে গত ১৬ অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, অন্তর্বর্তী সরকার তাকে (শেখ মুজিবুর রহমান) ‘জাতির পিতা’ মনে করে না। ওই একই দিন ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি করে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম।

দেশ সংবাবদ/এসএইচ


আপনার মতামত দিন
টিসিবির ৩৭ লাখ দ্বৈতকার্ড বাতিল
নিজস্ব প্রতিবেদক
Thursday, 9 January, 2025
যেসব পণ্যে কর দ্বিগুণ করলো সরকার
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
মেট্রোর ভাড়া নিয়ে সুখবর দিলো এনবিআর
নিজস্ব প্রতিবেদক
Monday, 6 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up