গত বছরের অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে আসার পর এখনও অলস সময় কাটাচ্ছে সাবিনা খাতুনরা। ফিফা প্রীতি ম্যাচের নির্দিষ্ট সূচি থাকলেও তা ব্যবহার করতে পারছে না বাফুফে।
এবার ফেব্রুয়ারিতে নারী দলের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু একই সময় নেপাল নিজ দেশে চার জাতি টুর্নামেন্ট খেললেও বাংলাদেশ কিছুই পারছে না! এখন নতুন করে মার্চের ফিফা উইন্ডোতে দৃষ্টি দিয়েছে বাফুফে।
আজ শনিবার বাফুফের নারী ফুটবল উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারিতে খেলতে চেয়েছিলাম। কিন্তু নানান কারণে খেলা হচ্ছে না। তাই মার্চে ম্যাচ খেলতে চাই।’
আপাতত ম্যাচ না হলেও নারী দলের প্রস্তুতি ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। কোচ থাকবেন ইংল্যান্ডের পিটার বাটলারই। তবে তিনি আসবেন ফেব্রুয়ারিতে। জুনে মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে। সেখানেও দৃষ্টি রয়েছে বাফুফের।