Published : Saturday, 11 January, 2025 at 1:26 PM, Update: 11.01.2025 2:33:38 PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা সময় বলে দেবে। এবার নির্বাচনে প্রবাসীরাও অংশ নিতে পারবেন। সেজন্য কাজ করছে নির্বাচন কমিশন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জনাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিইসি বলেন, সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না।