Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আগামী সপ্তাহে নতুন করে সব পরীক্ষা ■ সরকারের ওপর বিশেষ মহল চাপ প্রয়োগ করছে ■ আকুর বিল পরিশোধের পর কমলো রিজার্ভ ■ রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০ ■ হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত ■ ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বলছে তালেবান ■ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ-বদলি-শৃঙ্খলায় পরামর্শ দিতে তিন কমিটি
সাবেক এমপি নিক্সন ও স্ত্রীর বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদের মামলা
Published : Thursday, 9 January, 2025 at 6:43 PM

সাবেক সংসদ সদস্য  নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন

সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এদিন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধেও ‘অবৈধ’ সম্পদের আলাদা মামলা করার তথ্য দিয়েছেন দুদক কর্মকর্তা।

৭২ ব্যাংক হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেন

সাবেক সংসদ সদস্য (এমপি) নিক্সন ও তার স্ত্রীর বিরুদ্ধে বৈধ উৎসের বাইরে ১৯ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুদক।

দুজনের বিরুদ্ধে করা মামলার এজাহারে তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৭২টি ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও তুলে ধরা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, নিক্সন চৌধুরী নিজের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫৫ ব্যাংক হিসাবে এক হাজার ৪০২ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৫৯১ টাকা ‘অস্বাভাবিক’ লেনদেন করেছেন।

মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৪৩৫ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

নিক্সনের স্ত্রী তারিন হোসেনের বিরুদ্ধে করা মামলায় তার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৭টি ব্যাংক হিসাবে এক হাজার ৭৬০ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ৩২০ টাকা ‘অস্বাভাবিক’ লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তারিনের বিরুদ্ধে ৮ কোটি ৫ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাকে সহযোগিতার অভিযোগে নিক্সন চৌধুরীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

প্রায় ১৬ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ

নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের বিরুদ্ধে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

মামলায় আনোয়ারুল আশরাফ ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩০টি ব্যাংক হিসাবে ৪৪১ কোটি টাকার ‘অস্বাবাভিক’ লেনদনের অভিযোগও আনা হয়েছে।

আরেক মামলায় আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার নামে প্রায় ৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এই সম্পদ অর্জনে সহযোগিতায় করায় এ মামলায় আফরোজার পাশাপাশি স্বামী আনোয়ারুল আশরাফ খানকেও আসামি করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী-এমপি ও দলের শীর্ষ সারির নেতাদের প্রায় সবার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, গণহত্যার মামলা দেয়া হয়েছে। একইসঙ্গে দুর্নীতির অভিযোগে মামলা করছে দুদক।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
Sunday, 5 January, 2025
শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত
নিজস্ব প্রতিবেদক
Saturday, 28 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up