বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীসহ দলটির সহযোগী সংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম ও ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দলটির তিন সদস্যর এক প্রতিনিধিদল এই অভিযোগ দাখিল করেন।
দলের গুম-খুন, মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মো. সালাহউদ্দিন খান অভিযোগ দুটি জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভেকেট নুরুল ইসলাম জাহিদ।
জানা গেছে, ২০০৮ সাল থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সারা দেশের জেলা-উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনায় এ অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও জমা দিয়েছে বিএনপি।