রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মকবুল সালাম খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তবে তিনি ধর্মান্তরিত হয়েছে এমন কোনো বৈধ ডকুমেন্ট পাওয়া যায়নি।
অভিযোগ উঠেছে, হারাগাছ ইউনিয়নের মুসলিম বাসিন্দাদের প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে।
জানা গেছে, ইউপি সদস্য মকবুল সালাম খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া এবং এ কাজে অন্যদের সহযোগিতা করার কারণে স্থানীয় লোকজন তাকে একঘরে করে রেখেছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৫-৬ মাস পূর্বে খ্রিস্টান ধর্মের বিভিন্ন সংস্থার উপকার ভোগী হারাগাছ ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন পালমারির চর ও একতাচর এলাকার দরিদ্র ৩০ থেকে ৪০ জন মুসলমান খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে বর্ণিত ইউনিয়নের বিভিন্ন মসজিদসহ স্থানীয় মুসলমান ধর্মের লোকজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।