Published : Wednesday, 8 January, 2025 at 11:59 PM, Update: 09.01.2025 12:33:03 AM
অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে হলপাড়া থেকে মিছিল বের করে বিভিন্ন হলের সামনে দিয়ে ঘুরে ভিসি চত্বরে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা পৌনে ১১টার দিকে ভিসি চত্বর ত্যাগ করে।
অবস্থানের সময় শিক্ষার্থীরা ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট—লেটস ফাইট লেটস ফাইট’, ‘এক দুই তিন চার—ডাকসু আমার অধিকার’, ‘অবিলম্বে ডাকসু চাই—ডাকসু দাও ডাকসু দাও‘, ‘গণরুম না ডাকসু— ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, ডাকসু নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো রূপরেখা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়নি। আমরা এতদিন শান্তভাবে কথা বললেও আরও শান্তভাবে কথা বলব না। আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের ডাকসু আদায় করব।