Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু ■ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব দেয়নি ভারত ■ লন্ডনে মাকে স্বাগত জানান তারেক রহমান ■ নাশকতার মামলায় বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি ■ লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ■ ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ■ ডিবির হারুনের আয়কর নথি জব্দের আদেশ
খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করলেন মির্জা ফখরুল
Published : Tuesday, 7 January, 2025 at 7:12 PM

গুলশানের ফিরোজায় প্রবেশ করছেন মির্জা ফখরুল ইসলাম

গুলশানের ফিরোজায় প্রবেশ করছেন মির্জা ফখরুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর ঘিরে গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফিরোজায় প্রবেশ করেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করবেন তিনি।

জানা গেছে, রাত ৮টার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে ফিরোজা থেকে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিকেল থেকেই গুলশানের বাসভবনের সামনে নেতাকর্মীরা ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষ জড়ো হয়েছেন।

ফিরোজায় প্রবেশের সময় মির্জা ফখরুল উপস্থিত নেতাকর্মীসহ সবার উদ্দেশে বলেন, আপনারা সুশৃঙ্খল অবস্থায় ফুটপাতে দাঁড়ান, রাস্তা ফাঁকা রাখুন।

সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও অন্য যে কোনো দিনের চেয়ে বেশি।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে গুলশান-২  গোলচত্বর ও কাকলী গোলচত্বর হয়ে শাহজালাল বিমানবন্দরের দিকে এগোবে।

খালেদা জিয়াকে লন্ডনে পৌঁছে দিতে কাতারের আমিরের বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছে।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিকেল তিনটার দিকে ফিরোজায় প্রবেশ করেন।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
লন্ডনে মাকে স্বাগত জানান তারেক রহমান
লন্ডন প্রতিনিধি
Wednesday, 8 January, 2025
লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
বিমানবন্দরের পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up